শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন মেম্বার ইন্তিকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি বুধবার ভোর ৪টার দিকে হৃদরোহে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর দিঘীর পাড় ঈদগাহে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বেনাপোল পোর্ট থানা পুলিশ গার্ড অব অনার প্রদর্শন করেন।
এ সময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পুলক কুমার মন্ডল উপস্থিত ছিলেন। মরহুমের নামাজে জানাজায় বেনাপোল পৌর নাগরিক কমিটির আহ্বায়ক বিশিষ্ঠ শিক্ষাবিদ আলহাজ মাস্টার মো. শহীদুল্লাহ, শার্শা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফার হোসেন, বেনাপোল সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদুল্লাহ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, দ্বীন ইসলাম, নূরুল ইসলাম,আবদুল ওয়াদুদ, নূরু মিয়া, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর কাউন্সিলর রাশেদ আলীসহ শার্শার সকল মুক্তিযোদ্ধা সদস্য ও সকল শ্রেণিপেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
Check Also
সাতক্ষীরা জেলা জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে …