জহুরুল ইসলাম যশোর থেকেঃমেধাবী ছাত্র – ছাত্রীদের মাঝে যশোর স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যেগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ (২১ সেপ্টেম্বর) সকাল ৯ টায় স্হানীয় একটি মিলনায়তনে ২০১৭ সালে অনুষ্ঠিত পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্র – ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়।
প্রফেসর মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপত্বিতে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ বরকত আলী।এছাড়াও বিশেষ অতিথি ছিলেন নড়াইল সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমদাদুল হক,ডাঃ মোহাম্মদ শেরআলী আব্দুস সামাদ,এবং ফাউন্ডেশনের সাবেক পরিচালক আবু সালেহ মোঃ আকরাম বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তোমরা যারা বৃত্তি পেয়েছো তোমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে।পড়ালেখা দিয়ে পৃথিবীর বিভিন্ন মনিষী বড় হয়েছে তাই আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ,দক্ষও দেশপ্রেমিক নাগরিক হবার আহবান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃত্তি প্রাপ্ত ছাত্র – ছাত্রীদের মাঝে সনদও বৃত্তি প্রদান করেন।