রেদওয়ানুল ফেরদৌস রনি, কালিগঞ্জ (সাতক্ষীরা)ঃ ৫২ বছর বয়স শেখ আব্দুল কুদ্দুছের। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামে বাড়ি। এ পর্যন্ত আব্দুল কুদ্দুছ ১৭টা বিষয়ে শিক্ষা সনদ লাভ করেছেন। এখনো চালিয়ে যাচ্ছেন পড়ালেখা। ১৯৬৫ সালে আব্দুল কুদ্দুছের জন্ম। পিতা মৃত আলহাজ্ব শেখ সামছুর রহমান, মা অলেদা খাতুন। ছোটবেলায় পড়ালেখায় বিশেষ আগ্রহ ছিল না। এসএসসি পরীক্ষা দেওয়ার সময় তাঁর আগ্রহ জন্মে। সেই আগ্রহ আজও আছে। এ পর্যন্ত ১৭টি বিষয়ে পাস দিয়েছেন তিনি। এর মধ্যে পাঁচটি বিষয়ে কামিল পাস করেছেন।
এমএ করেছেন ৯ বার। তাঁর আছে এলএলবি, বিএড আর এমএড ডিগ্রিও। এখনো
চালিয়ে যাচ্ছেন পড়ালেখা। ভর্তি আছেন
সরকারি বিএল কলেজ খুলনায়। ৯ বছর ধরে তিনি কাশিবাটি মহিলা দাখিল মাদ্রাসার সুপার
পদেও কাজ করে যাচ্ছেন। এর আগে চার বছর একই পদে ছিলেন শ্রীকলা মহিলা দাখিল মাদ্রাসায়। তবে গাঁয়ের লোক তাঁকে চেনে গুড়ে কুদ্দুছ নামে। কারণ অবসর সময়ে তিনি স্থানীয় হাটে গুড় বিক্রি করেন। এলাকার বিএ-এমএ পরীক্ষার্থীদেরও নোট, সাজেশন দিয়ে সাহায্য
করেন। তিনি এক সন্তানের জনক। ছেলে এবার এসএসসি পরীক্ষা দেবে। এখন তার একটাই চাওয়া, তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হোক।
আব্দুল কুদ্দুছের মোবাইল নং- ০১৭৮৫৩৪৩০৪৬। আব্দুল কুদ্দুছের সতেরো বিষয়ে পাসের বিবরনঃ কামিল (হাদিস), কেশবপুর বাহারুল উলুম
মাদ্রাসা, যশোর (১৯৯০) কামিল (ফিকাহ),সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা (১৯৯৪) কামিল (তাফসির), শাহ আবাদ মাজিদিয়া আলিয়া মাদ্রাসা, নড়াইল (১৯৯৬) কামিল (আদব), শাহ আবাদ মাজিদিয়া আলিয়া মাদ্রাসা, নড়াইল (১৯৯৯) কামিল (মোজাব্বিদ), ঢাকা আলিয়া মাদ্রাসা (২০০১)
এমএ (আরবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (বহিরাগত, ১৯৯৫) এমএ (সমাজ বিজ্ঞান), রাজেন্দ্র কলেজ, ফরিদপুর (১৯৯৭) এমএ (ইসলাম শিক্ষা), সরকারি বিএল কলেজ, খুলনা (২০০৩) এমএ (ইতিহাস), সরকারি বিএল কলেজ, খুলনা (২০০৪) এমএ (ইসলামের ইতিহাস), সরকারি বিএল
কলেজ, খুলনা (২০০৫) এমএ (দর্শন), সরকারি বিএল কলেজ, খুলনা (২০০৬) এমএ (সংস্কৃত), সরকারি বিএল কলেজ, খুলনা (২০০৮)
এমএ (বাংলা), সরকারি বিএল কলেজ, খুলনা (২০০৯) এমএ (রাষ্ট্রবিজ্ঞান), সরকারি বিএল কলেজ, খুলনা (২০১২) বিএড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, খুলনা (২০১০) এমএড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, খুলনা (২০১৩) এলএলবি, জাতীয় বিশ্ববিদ্যালয় (২০০৮)।

Check Also

সাতক্ষীরায় জামায়াত নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার ১০ বছর পর মামলা

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাদপুর দাখিল মাদ্রাসার সুপার ও কুশুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আশরাফুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।