সাতক্ষীরায় অতিরিক্ত মদপানে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সাতক্ষীরার বিদেশী মদ পান করে কামাল গাজী (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোর রাত ৪টার দিকে পাটকেলঘাটা থানার শুকতিয়া এলাকায় এ ঘটনটি ঘটে।
কামাল গাজী পাটকেলঘাটা থানার শুকতিয়া গ্রামের আব্দুল গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে পার্শ্ববর্তী মৃত ফকর সরদারের ছেলে খলিল সরদার ও জামাল গোলদারের ছেলে সালাম গোলদার একত্রে কামাল গাজীকে খলিল সরদারের মাছের ঘেরে ডেকে নিয়ে যায় মদ পান করার জন্য। সেখানে তারা বিদেশী মদ পান করে। অতিরিক্ত মদ পান করার কারণে কামাল গাজী গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে খলিল সরদার তাকে বাড়ীতে দিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মৃতের মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে ছেলেটি স্ট্রোকে মারা গেছেন। স্থানীয়রা বলছেন অতিরিক্ত মদ খাওয়ার ফলে তার মৃত্যু হয়েছে। আবার অতিরিক্ত মদ পানের ফলে স্ট্রোকও হতে পারে এটা অস্বাভাবিক নয়। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
##