ক্রাইমবার্তা রিপোর্টসাতক্ষীরা সদর হাসপাতালে গত ১৫ আগস্ট থেকে সিটি স্ক্যান ও এক্সরে বিভাগ কর্তৃপক্ষের গাফিলতির কারণে বন্ধ হয়ে আছে বলে অভিযোগ উঠেছে। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা শতশত মানুষ ভোগান্তিতে পড়ছেন এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ।
সরেজমিনে জানা যায়, ১৫ আগস্ট হাসপাতালের ডিজিটাল এক্সরে ম্যাশিন নষ্ট হয়ে যায় এবং ঐদিন সিটি স্ক্যানের ইউপিএস নষ্ট হয়, কিন্তু আজ অবধি সিভিল সার্জন কোন পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে যারা হাসপাতালের চিকৎসার উপর নির্ভর করে তাদের বেসরকারি ক্লিনিক থেকে এক্সরে ও সিটি স্ক্যান করাতে হচ্ছে। যে কারণে তাদের গুনতে হচ্ছে দুই থেকে তিনগুন টাকা। সেবা নিতে আসা আয়েশা বলেন, আমার ছেলের মাথায় আঘাত পাওয়ার কারণে বেসরকারি ক্লিনিক থেকে সিটি স্ক্যান করাতে ৬হাজার টাকা লেগেছে যা হাসতপাতাল থেকে করাতে পারলে মাত্র ২ হাজার টাকা লাগত। এসব বিষয়ে সিভিল সার্জন তৌহিদুর রহমানের সাথে কথা হলে তিনি গাফিলতির বিষয়টি অস্বীকার করে বলেন, আমার ঢাকায় অফিসের সাথে কথা হয়েছে তারা আগামী রবি অথবা সোমবার আমাদের এখানে আসবেন এবং সিটি স্ক্যান ও এক্সরে ম্যাশিন মেরামত করে দিয়ে যাবেন।