নিজস্ব প্রতিবেদক : “উত্তম আইনের সঠিক প্রয়াস, টেকসই উন্নয়নে মুক্ত সমাজ” এবই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টটরেট চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ প্রফেসার আব্দুল হামিদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা , অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) হুমায়ন কবির, সাবেক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার প্রমুখ। পরে সেখানে তিন দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। এর পর মেলার উদ্বোধন শেষে সেখানে দূর্নিতি বিরোধী বিতর্ক ও ছড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …