ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, এক-এগারো আর বিএনপি-জামায়াতি ও বামাতিরা আবার এক হয়েছে। তারা সরকার পতনের আল্টিমেটামও দিয়েছে। লক্ষ্য একটাই নির্বাচনকে বানচাল করা।
রবিবার (২৩ সেপ্টেম্বর) বরিশালে দলীয় এক সভায় তিনি এসব কথা বলেন। পার্টির নেতা কামরুল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাশেদ খান মেনন বলেন, ‘নির্বাচনকে বানচাল করার যেকোনও চক্রান্ত জনগণ বানচাল করে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সংবিধানের ধারাকে সমুন্নত রাখবে।’
জাতীয় ঐক্যের নেতাদের খালেদা জিয়াসহ রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি প্রসঙ্গে মেনন বলেন, ‘এর মধ্য দিয়ে তারা দুর্নীতিবাজ এবং যুদ্ধাপরাধী সব ব্যক্তিকে মুক্ত করে আবার রাজনীতির সমাজে পুনর্বাসিত করতে চাচ্ছে।’
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘এই ঐক্য হচ্ছে ষড়যন্ত্রের ঐক্য; গণতন্ত্রের ঐক্য নয়, ভোটের ঐক্য নয়। এই ঐক্য আরেকটি এক-এগারো সৃষ্টি করার জন্যই ক্ষেত্র প্রস্তুত করতে তৎপরতা হচ্ছে। সুতরাং একে প্রত্যাখ্যান করতে হবে।’
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …