এমপি রবি আবারও এমপি হলে উন্নয়নের মাধ্যমে ফিংড়ী ইউনিয়নসহ সদরের চিত্রই পাল্টে যাবে

ক্রাইমবার্তা  রির্পোটঃআককাজ : “নির্বাচিত বেসরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় চারতলা ভীতবিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সদরের ফিংড়ি ইউনিয়নের গাভা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের’র সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সভাপতির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বলেন, ‘সাতক্ষীরা সদর আসনে মীর মোস্তাক আহমেদ রবি এমপি নিরলসভাবে পরিশ্রম করে যে উন্নয়ন করেছেন সাতক্ষীরাবাসী তা কখনও ভুলবেনা। এই প্রথম ফিংড়ী ইউনিয়নে চারতলা ভবন হয়েছে। তাই তাকে আবারও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এমপি রবি আবারও মনোনয়ন পেলে উন্নয়নের মাধ্যমে ফিংড়ী ইউনিয়নসহ সাতক্ষীরা সদরের চিত্রই পাল্টে যাবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসীন হোসেন বাবলু, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, শেখ তহিদুর রহমান ডাবলু, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান, গাভা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মাজহারুল ইসলাম, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, যুব নেতা মীর মহিতুল আলম মহি, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান ও খুদ্র-নৃগোষ্ঠির সভাপতি মো. মোখলেছুর রহমান প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়ণে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভীতবিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অপরদিকে এমপি রবি নির্মাণাধীন গাভা আইডিয়াল কলেজে পরিদর্শণ করেন এবং স্থানীয় মুসুল্লীদের আহবানে পাশ^বর্তী একটি মসজিদ পরিদর্শণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন গাভা দাখিল মাদ্রাসার অফিস সহকারী আব্দুর রাজ্জাক বিশ^াস।

 

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।