ক্রাইমবার্তা রির্পোটঃ চট্টগ্রামের কর্ণফুলীতে সোয়া এক লাখ পিস ইয়াবাসহ মো. ফারুক (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।রোববার রাতে উপজেলার শিকলবাহা এলাকা থেকে ইয়াবাসহ ওই যুবককে গ্রেফতার করা হয়।
কর্ণফুলী থানার ওসি মো. আলমগীর মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৪৫ লাখ টাকা।
তবে এখনো জানা যায়নি, কারা এই বিশাল ইয়াবা চালান মজুদ করল। এমন কী কারা এ সবের পিছনে জড়িত। এর হদিস বের করতে মাঠে নেমেছে পুলিশ।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম বলেন, শিকলবাহা বখতিয়ারপাড়া এলাকা থেকে ফারুক নামে একজনকে এক লাখ ১৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশের ধারণা, যিনি গ্রেফতার হয়েছেন তিনি মূলহোতা নন। আসল গডফাদার পর্দার আড়ালে রয়েছেন। সে জন্য পুলিশ রহস্য ভেদ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
-০——-
মাগুরায় দুধ কিনতে গিয়ে লাশ হলেন শ্যালক-দুলাভাই
মাগুরা শহরে দুধ কিনতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন।
সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের জেলা শহরের যুব উন্নয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনিরুদ্দিন তালুকদার লাভলু (৩৮) এবং নিয়ামুল (২৫)। লাভলু মাগুরা শহরের সাকুরা কালার ল্যাবের কর্মচারী এবং নিয়ামুল তার শ্যালক।
পুলিশ জানায়, লাভলু তার শ্যালক নিয়ামুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে দুধ কিনতে বেলনগর যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে তারা ঢাকা-খুলনা মহাসড়কের যুব উন্নয়ন পরিষদের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
সদর থানার এসআই মবিন জানান, লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ঘাতক পরিবহনটি পালিয়ে গেলেও সনাক্ত করার চেষ্টা চলছে।