কালিগঞ্জ, সাতক্ষীরা) প্রতিনিধি।
কালিগঞ্জ উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে সোমবার( ২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পর্যায়ে দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা সমূহের বৈধকরণ ও অনুমোদন বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। ইউএসএ আইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা এর উদ্যোগে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনির সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, ইমরান প্রমুখ। কর্মশালায় দূর্যোগ ঝুঁকি হ্রাসে বিপদাপন্ন জনগোষ্ঠির সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, সরকারি কর্মকর্তা ইমাম, শিক্ষক, এনজিও, সাংবাদিক উপস্থিত ছিলেন।
Check Also
ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়
দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …