জগাখিচুড়ি র্মাকা ঐক্যফ্রন্ট বেশিদিন টিকবে না: ওবায়দুল কাদের

ক্রাইমবার্তা  রির্পোটঃ যুক্তফ্রন্টকে জগাখিচুড়ির ঐক্যফ্রন্ট বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন ‘এই জগাখিচুড়ি ঐক্যফ্রন্ট বেশিদিন টিকবে না।’ সোমবার (২৪ সেপ্টম্বর) সকালে কক্সবাজার শহরের কলাতলীতে একটি বেসরকারি পর্যটন হোটেল উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের রেলযাত্রা, সড়কযাত্রা অকল্পনীয়। এসব যাত্রায় জনস্রোত দেখে বিএনপি হতাশ হয়ে পড়েছে। এই হতাশা থেকে ইনিয়ে বিনিয়ে কথা বলছে। এসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের পথসভা থেকে শুরু করে সব সভা-সমাবেশ সফল হয়েছে। আর এই সফলের মূলমন্ত্র হচ্ছে বঙ্গবন্ধু কন্যা ও দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশনা। তার উন্নয়ন কর্মকাণ্ড, তার ব্যক্তিত্ব, তার অর্জন এবং তার সততা  এই দেশের জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সারা বিশ্বে প্রধানমন্ত্রী প্রশংসিত হয়েছেন, অর্জন করেছেন সম্মান।’

তিনি আরও বলেন, ‘পর্যটন শিল্প বিকাশে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এজন্য কক্সবাজারে মেগা প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে । মেরিন ড্রাইভ সড়ক প্রশস্ত করা হয়েছে। সড়কের পাশে লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।  এছাড়া, আমরা বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করছি, যাতে করে তারা পর্যটন উন্নয়নে এগিয়ে আসেন।’

এর আগে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি সরকারের উন্নয়নের ধারা তুলে ধরতে রবিবার (২৩ সেপ্টেম্বর) কক্সবাজারের চকরিয়া ও ঈদগাঁওতে সড়কপথে যাত্রা করে পৃথক জনসভায় যোগদান করেন। আজ (সোমবার) দুপুরে বিমানযোগে তারা ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।