যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইন্টারনেট ব্যবসায়ী-কর্মী আহত

যশোর সংবাদদাতা : যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইন্টারনেট সংযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান আয়াত আইটি’র মালিক ও কর্মী আহত হয়েছে। শনিবার রাত সোয়া ৯টার দিকে শহরের ওয়াপদা গ্যারেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শহরের খড়কি এলাকার হানিফ হোসেন নয়ন (২৫) ও মণিরামপুর পৌর এলাকার আবদুল মাজেদের ছেলে হাসিব আল মামুন অভি (৩০)। তাদেরকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শহরের ওয়াপদা গ্যারেজ মোড় এলাকায় আয়াত আইটি নেটের’ ইন্টারনেট সংযোগের ক্যাবল (তার) কেটে রাস্তায় পড়ে যায়। রাত সোয়া ৯টার দিকে প্রতিষ্ঠানটির মালিক হাসিব আল মামুন অভি ও কর্মচারী হানিফ হোসেন নয়ন ক্যাবল সংযোগ দিতে যান। এসময় সন্ত্রাসী রিয়াজ, আবিরসহ ৮/৯ জন নয়ন ও অভিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় তাদেরকে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসক এম আবদুর রশিদ জানান, আহত দুজনের অবস্থা আশংকাজনক। তাদের সারা শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ক্ষত রয়েছে।

Check Also

সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।