হাফিজুর রহমান শিমুল (কালিগঞ্জ, সাতক্ষীরা) থেকেঃ
কালিগঞ্জ উপজেলা প্রসাশনের বাস্তবায়নে পিস কনসোডিয়াম বিডি এর সহযোগিতায় সোমবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র্যালী, কুইজ প্রতিযোগিতা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাঙ্গন থেকে শান্তি আমার অধিকার এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস ২০১৮ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বাহির হয়। র্যালীতে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা অংশগ্রহণ করে। র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রুপান্তর এর ফিল্ড কো-অডিনেটর কাজী মফিজুল রহমান, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, রেডিও তেরহান এর সংবাদ পাঠক আব্দুর রশিদ, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেণ অগ্রগতির সংস্থার আবু আলম। অনুষ্ঠানে পটগান পরিবেশন করেন রুপান্তরের শিল্পীরা।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …