জাতীয় ঐক্য দেখে আতঙ্কিত আ’লীগ: মোশাররফ

ক্রাইমবার্তা  রির্পোটঃবিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতীয় ঐক্য দেখে আওয়ামী লীগ আতঙ্কিত। এই ঐক্যের বিরুদ্ধে মোকাবেলা করার মানসিক শক্তি তাদের নেই

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত প্রতিবাদসভায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা আরও বলেন, পাঁচ ইস্যুতে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আর এই ঐক্য সরকারের আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নে বাধা বলেই ভয় পাচ্ছে তারা। জাতীয় ঐক্যের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ সব রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে ‘নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু স্মৃতি সংসদ’ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, ড. কামাল হোসেন ও বি চৌধুরীর নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যোগ দিতে হলে ক্ষমতাসীন আওয়ামী লীগকেও ৫টি দাবি মানতে হবে।

তিনি বলেন, এখন যদি আওয়ামী লীগ জাতীয় ঐক্যে আসতে চায়, জনগণের কাছে ক্ষমা চেয়ে ৫টি দাবি মেনে নিয়েই আসতে হবে। জাতীয় ঐক্যে যোগ দেয়ার দাবিগুলোর প্রসঙ্গে মোশাররফ বলেন- সরকারকে তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে হবে ও সংসদ ভেঙে দিতে হবে, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে, নির্বাচন কমিশন পরিবর্তন করতে হবে, সেনাবাহিনীকে নির্বাচনের সময় মাঠে রাখতে হবে ও ইভিএম ব্যবহার নিষিদ্ধ করতে হবে।

বাংলাদেশের সবচেয়ে ‘জনপ্রিয় দল’ আওয়ামী লীগকে ছাড়া ‘জাতীয় ঐক্য’ কীভাবে হয়? দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপি নেতা মোশাররফ হোসেন বলেন, এটা হাস্যকর। কারণ আমরা ঐক্য হয়েছি বর্তমান স্বৈরাচারী সরকারের পতনের জন্য।

‘নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু স্মৃতি সংসদ’ এর সভাপতি সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে প্রতিবাদসভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।