তরিকুল ইসলাম তারেক, যশোর: যশোরে চোরাই মাইক্রোবাসসহ ০৪জনকে আটক করেছে র্যাব। র্যাব-৬যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, যশোর কোতয়ালী থানাধীন যশোর-ঝিনাইদহ মহাসড়কের উপর ধর্মতলায় সাদা রংয়ের একটি চোরাই টয়োটা নোহা মাইক্রোবাস ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একটি চক্র অবস্থান করছে এমন গোপন সংবাদ পায় র্যাব। সংবাদ পাবার পর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সোমবার রাত সাড়ে নয় টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয় র্যাবের একটি দল। সেখানে গিয়ে র্যাব সদস্যরা একটি সাদা রংয়ের মাইক্রোবাসটি মহাসড়কের উপর থামানো অবস্থায় এবং কিছু লোককে সেখানে দেখতে পান। অবস্থানরত ব্যক্তিদের অবস্থানের কারণ এবং গাড়ীর কাগজপত্র সম্পর্কে জানতে চাইলে সন্তোষ জনক জবাব না পেয়ে সন্দেহ হয় র্যাবের। গাড়ীর কাগজপত্রও ভূয়া দেখে সেখানে অবস্থানরত ০৪ জনকে আটক করা হয়। আটকৃতরা জিজ্ঞাসাবাদে তাদের নাম ঠিকানা প্রকাশ করে। তারা হলো মাগুরা জেলার সদর উপজেলার ভায়নার মোড় গোরস্থান রোডের মৃত আব্দুল আলীর ছেলে মোঃ নাসির উদ্দিন (নয়ন) (৩৭), একই এলাকার মৃত রতন আলীর ছেলে মোঃ হাসানুজ্জামান, ,নিজ নান্দায়ালীর মৃত দীলিপ ঘোষের ছেলে দিপল ঘোষ (৩৭), ও পুলিশ লাইন দক্ষিণ পাড়ার মোঃ আক্কাছ আলীর বিশ্বাসের ছেলে মোঃ মাহমদুল হাসান। র্যাবের ব্যাপক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চোরাই গাড়ি ক্রয়-বিক্রয় এবং ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অসাধু ভাবে সম্পত্তি গ্রহন ও দখলে রেখে জাল কাগজপত্র তৈরী করে চোরাই গাড়ি ক্রয় বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …