নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহম্মাদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) বৃহস্পতিবার সাতক্ষীরায় আসছেন। সাতক্ষীরায় মাদক,জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় স্টেডিয়াম চত্বরে মাদক, জঙ্গি ও সন্ত্রাসী বিরোধী র্যালি, সাড়ে ১১টায় বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস, বেলা ১২টায় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শপথ গ্রহণ ও সাড়ে ১২টায় মাদক,জঙ্গি ও সন্ত্রাসী বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে একদিনের সফলে তিনি বৃহস্পতিবার সাতক্ষীরায় আসছেন। সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের তত্বাবধানে সমাবেশ সফল করার জন্য নিরলভাবে কাজ করছি। উক্ত সমাবেশ সফল করতে সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান সকলের সহযোগিতা কামনা করেছেন।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …