শেখ হাসিনার সরকারই মাদরাসা শিক্ষার উন্নয়ন করেছে : এমপি মনির

ক্রাইমবার্তা  রির্পোটঃ যশোর: যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার আধুনিকায়ন করে এ খাতে ভারসাম্য প্রতিষ্ঠা করেছে। মাদরাসা শিক্ষার উন্নয়ন একমাত্র শেখ হাসিনার সরকারই করেছে।
মঙ্গলবার বিকেলে যশোরের চৌগাছা নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা পীর বলুহ দেওয়ান দাখিল মাদরাসা ও মদিনা নগর মাঙ্গিরপাড়া হাফেজিয়া মাদরাসায় পৃথক ‘অভিভাবক সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, এ দেশে যারা আল্লাহর আইন আর সৎ লোকের শাসনের চাই স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলো তারা মাদরাসা শিক্ষার কোনো উন্নয়ন করেনি। কিন্তু ক্ষমতায় আসলে মাদরাসা ধংস হয়ে যাবে সেই শেখ হাসিনার সরকারই দেশের মাদরাসা শিক্ষার উন্নয়ন করেছে। দেশের কওমী মাদরাসাকে সরকারি স্বীকৃতি দিয়েছে।
কেবল শিক্ষার কারিকুলামই নয় ভৌত অবকাঠামো দিক দিয়েও সরকার মাদরাসা শিক্ষার উন্নয়ন করছে জানিয়ে এমপি মনির বলেন, সারাদেশে অসংখ্য মাদরাসায় ভবন নির্মাণ করা হয়েছে। বেতন কাঠামোয় সমতা আনা হয়েছে। তাই দেশের শিক্ষা ব্যাবস্থাসহ সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এই সাংসদ।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহাজান কবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সুলাইমান হোসেন।
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সুপার মাওলানা সিরাজুল ইসলাম, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান, কাউন্সিলর আতিয়ার রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি

শেখ হাসিনার সরকারই মাদরাসা শিক্ষার উন্নয়ন করেছে : এমপি মনির

ধূলিয়ানী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আওরঙ্গজেব চুন্নু, কালু মিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেত্রী কামরুন নাহার শাহীন, সুখপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার নুরুল ইসলাম, জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুর রহমান টিয়া, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান নিপু, ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান পান্নু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু লক্ষণ হালদার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. আলাউদ্দিন, ৯নং ওয়ার্ড মেম্বর মনিরুজ্জামান মিলন, ইউপি সদস্য কামাল হোসেন, মোস্তাক আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য হাসেম আলী, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শামিম হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা শফিক হায়দার লাবলু, ফয়সাল, করিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ হোসেন।
এর আগে শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি হওয়ায় বেলা সাড়ে ১২টায় প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এদিকে সকাল সাড়ে ৯টায় ফুলসারা ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কোটালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অ্যাড. মনিরুল ইসলাম মনির এমপি। পরে, সিংহঝুলী আলিম মাদরাসায় নতুন ভবন নির্মাণ বাবদ ২ কোটি ৮৮ লাখ এবং চৌগাছা কামিল মাদরাসার নতুন ভবন নির্মাণ বাবদ ২ কোটি ৮৮ লাখ করে টাকা বরাদ্দ হওয়ায় শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে মনিরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যায় কাঁদলিয়া নূরানী হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে পথসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন এমপি মনির।

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।