নিজের উরুতেই দুর্ঘটনাবশত গুলি করেছেন ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ এয়ার মার্শাল এসবি দেও। ঘটনার পর দ্রুততার সঙ্গে তাকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার কর্মক্ষেত্র থেকে ফেরার পর তার নিজ আবাসস্থলে এ ঘটনা ঘটে। ইন্ডিয়া টুডের বরাত দিয়ে পাকিস্তানের অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, টেবিলের উপর নিজস্ব পিস্তল রাখার সময় ট্রিগার চেপে দেয়ায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। ২০১৭ সালের জানুয়ারিতে দেও ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত বিমান বাহিনী থেকে কোনো বিবৃতি দেয়া হয় নি।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …