ক্রাইমবার্তা রির্পোটঃ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট অব বাংলাদেশ (আইইবি) অডিটোরিয়ামে সমাবেশ করতে পুলিশের পক্ষ থেকে বিএনপিকে পরামর্শ দেয়া হয়েছে। সেখানে সমাবেশ হলে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দেবে। ২৯ সেপ্টেম্বর বিএনপি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বা দলটির পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছে।
‘সরকারের উচ্চপর্যায় থেকে বলা হয়েছে, নিবন্ধিত কোনো রাজনৈতিক দল যদি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায় তাহলে যেন ওই রাজনৈতিক দলকেও অনুমতি দেয়া হয়। তাহলে কেন বিএনপিকে সেখানে সমাবেশের অনুমতি দেয়া হচ্ছে না।’
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা শাহাবুদ্দিন কোরেশী বলেন, অনুমতির বিষয়টি কেস টু কেস ভেরি করে। গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনা, ট্রাফিক পরিস্থিতি বিবেচনা, ওয়ার্কিং ডে, তারিখ, সময় ইত্যাদি বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হয়, কোন ভেন্যু ব্যবহারের অনুমতি দেয়া হবে আর কোনটিতে অনুমতি দেয়া হবে না।
ভারপ্রাপ্ত কমিশনার আরও বলেন, অতীতে অনেক রাজনৈতিক দলকে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে বিএনপিকেও অনুমতি দেয়া হবে।