যশোর জেলা বিএনপির সম্পাদকসহ ৩৭ জনের বিরুদ্ধে সাজানো মামলা

যশোর সংবাদদাতা: যশোর বড় বাজার মাছ বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য মানুষের সামনে থেকে গত শুক্রবার সকালে ইসমাইল হোসেন টেনিয়া নামে যুবদলের এক নেতাকে ধরে নিয়ে যায় পুলিশ। তার কাছে এ সময় কোন কিছুই পাওয়া যায়নি এমন অভিযোগ প্রত্যক্ষদর্শী মাছ ব্যবসায়ীদের। সাদা পোশাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর তিনি একদিনের বেশি সময় ধরে নিখোঁজও ছিলেন।

এরপর শহরের ‘শংকরপুর আশ্রম রোড’ থেকে আটক দেখিয়ে গত শনিবার রাতে তাকেসহ বিএনপির ৩৭ জন নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো নাশকতার মামলা দায়ের করেছে পুলিশ।

এ মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলামকে আসামী করা হয়েছে বলে শোনা যাচ্ছে।

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।