মাদকবিরোধী অভিযানে ফিলিপাইনে এক মাসেই ৪৪৪ নিহত

মাদকবিরোধী অভিযানে ফিলিপাইনে শুধুমাত্র আগস্ট মাসেই চারশত ৪৪ জন সন্দেহভাজন নিহত হয়েছেন বলে তথ্য দিয়েছে দেশটির মাদক নিয়ন্ত্রণ সংস্থা।

ফিলিপিন্স ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি পিডিইএ জানিয়েছে, ২০১৬ সালে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৮৫৪ জন নিহত হয়েছেন।

যদিও ফিলিপাইনে মানবাধিকার কর্মীদের অভিযোগ, সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা অনেক কমিয়ে দেখানো হলেও আসল সংখ্যা ১২ হাজারের বেশি।

এ ব্যাপারে দেশটির সরকার বলছে, যারা পুলিশকে বাধা দিয়েছে, কেবল তাদের ওপরই গুলি চালানো হচ্ছে।

ফিলিপাইনের আইনশৃংখলা বাহিনীর দাবি, গত দুই বছরে মাদকের বিরোধী অভিযানে দেড় লাখের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে৷

১২টি মাদক তৈরির কারখানা ধ্বংসসহ আরও ২২৩টি মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তারা।

এ অভিযানে জব্দ মাদকের মূল্য ফিলিপিনো মুদ্রায় প্রায় ২৪ বিলিয়ন বা প্রায় সাড়ে ৪০০ মিলিয়ন ডলার বলে জানান ফিলিপাইনের আইনশৃংখলা বাহিনী।

এদিকে সরকারি পরিসংখ্যান যাই বলুক দেশটির মানবাধিকার কর্মীরা শুরু থেকেই এ মাদক বিরোধী অভিযানের বিরোধিতা করে আসছেন।

তারা এসব মৃত্যুকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে আসছেন।

মানবাধিকার কর্মীরা যাই বলুন না কেন, ‘সোশাল ওয়েদার স্টেশন’ নামের একটি সংগঠন বলছে, প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মাদকবিরোধী যুদ্ধে জনগণের সমর্থন বাড়ছে।

এ নিয়ে দেশটিতে জরিপ চালানো হয়েছে। গত জুন মাসের জরিপ বলছে, মাদক নির্মূলে দুতের্তে ‘সঠিক পথেই এগোচ্ছেন’ বলে মনে করছেন ৭৮ শতাংশ উত্তরদাতা। কেবল ১৩ শতাংশ উত্তরদাতা এই অভিযান নিয়ে আপত্তি জানিয়েছেন।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।