ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এক বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ জানিয়েছেন। রবিবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে যে সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাকস্বাধীনতার দমন এবং অপরাধযোগ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, যা সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন এবং সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।
মার্কিন রাষ্ট্রদূত বিবৃতিতে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ডিএসএ নিয়ে তথ্যমন্ত্রীর আলোচনার আহ্বানকে স্বাগত জানিয়েছেন।
মার্শা বার্নিকাট বলেন, আমরা বাংলাদেশ সরকারে উৎসাহিত করি এ আইনের পরিবর্তন বিবেচনা করতে যাতে এটি বাংলাদেশের সংবিধান এবং মানব, নাগরিক এবং রাজনৈতিক অধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকারের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।

Check Also

১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে; ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।