ভারতীয় মাদক পাচার মামলায় সাতক্ষীরায় দুই জনের যাবজ্জীবন

ক্রাইমবার্তা রির্পোটঃ সাতক্ষীরা:  ভারতীয় ফেনসিডিল পাচারের এক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
আজ রোববার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) অরুনাভ চক্রবর্তী এই রায় ঘোষনা করেন।
দন্ডিত আসামিরা হলেন ফরিদপুর জেলার মধুপুরের লক্ষনদিয়া গ্রামের শহিদুল ইসলাম ও যশোরের চাঁচড়া গ্রামের মেহেদি হাসান হৃদয়।
মামলার বিবরন দিয়ে অতিরিক্ত পিপি এড. ফাহিমুল হক কিসলু জানান,২০০৬ সালের ১ নভেম্বর ভারত থেকে পাচার হওয়া প্রায় ছয় হাজার বোতল ফেনসিডিল একটি ট্রাকে করে ভোমরা সীমান্ত থেকে সাতক্ষীরা অভিমুখে আনা হচ্ছিল। এ সময় র‌্যাব ৬ এর সদস্যরা ট্রাকভর্তি ফেনসিডিলসহ শহিদুল ও হৃদয়কে আটক করে।
তদন্ত শেষে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশীট দেয় ।
আদালত বিচারে তাদেরকে যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদন্ড দেন।
সরকার পক্ষে এ মামলা পরিচালনা করেন এড. ফাহিমুল হক কিসলু। আসামি পক্ষে ছিলেন এড. নুরুজ্জামান।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।