ক্রাইমবার্তা রিপোট: আককাজ : বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়। সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. আহম্মদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, যুগ্ম সম্পাদক কিরণ¥য় সরকার, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেন আনু, স.ম সেলিম রেজা, আবুল কাশেম বাবর আলীসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা এবং জেলার অসংখ্য ফুটবল খেলোয়াড় ও ফুটবল প্রেমীরা। সোমবার ১ অক্টোবর থেকে ১২ অক্টোবর ঢাকা, সিলেট ও কক্সবাজার স্টেডিয়াম মাঠে ফুটবল ফেডারেশন কর্তৃক বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে ফিলিস্তিন, নেপাল, তাজিকিস্থান, ফিলিপাইন, লাওস এবং স্বাগতিক বাংলাদেশ অংশ গ্রহণ করছে। সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে সকল খেলা উপভোগ করার জন্য আহবান জানান হয়েছে।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …