রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: নাশকতা ও সহিংসতার পরিকল্পনা করার অভিযোগে শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ সেপ্টেম্বর) ভোরে রাতে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার একটি বাসা থেকে পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃত আকবার আলী শ্যামনগর থানার রমজাননগর গ্রামের আরশাদ আলীর ছেলে। আকবর আলী স্থানীয় বিএনপির নেতা। সে নাশকতা ও সহিংসতা মামলায় দীর্ঘদিন এলাকা থেকে পালিয়ে ঢাকা মোহাম্মদপুরের একটি বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাসা থেকে শ্যামনগর থানার আরও ১২ জন আসামিকে আটক করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, আটকের বিষয়টি আমরাও শুনেছি। কোন কাগজপত্র না পেলে কিছু বলতে পারবো না।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …