পাকিস্তানকে ১৭-০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট: সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৭-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনালে উন্নীত বাংলাদেশ দল।

সিরাত জাহান স্বপ্না এবং মার্জিয়ার জোড়া হ্যাটট্রিকে বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

দলের হয়ে স্বপ্না একাই করেন ৭ গোল। মার্জিয়া করেন ৪ গোল। শিউলি আজিম করেন ২ গোল। এছাড়া একটি করে গোল করেন আঁখি খাতুন, মিশরাত জাহান, তহুরা খাতুন ও কৃষ্ণা রানী।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নতুন সংযোজন সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। প্রথম আসরের তৃতীয় দিনে আজ পাকিস্তানের মোকাবেলা করে বাংলাদেশ দল।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী ফুটবল দল।

টুর্নামেন্টের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে তারা ১২-০ গোলে নেপালের বিপক্ষে হেরে যায়। রোববার বাংলাদেশের বিপক্ষে ১৭-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় পাকিস্তান।

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।