শ্যামনগরে সাবেক চেয়ারম্যান আকবর আলীসহ আটক ১২

 রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: নাশকতা ও সহিংসতার পরিকল্পনা করার অভিযোগে শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ সেপ্টেম্বর) ভোরে রাতে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার একটি বাসা থেকে পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃত আকবার আলী শ্যামনগর থানার রমজাননগর গ্রামের আরশাদ আলীর ছেলে। আকবর আলী স্থানীয় বিএনপির নেতা। সে নাশকতা ও সহিংসতা মামলায় দীর্ঘদিন এলাকা থেকে পালিয়ে ঢাকা মোহাম্মদপুরের একটি বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাসা থেকে শ্যামনগর থানার আরও ১২ জন আসামিকে আটক করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, আটকের বিষয়টি আমরাও শুনেছি। কোন কাগজপত্র না পেলে কিছু বলতে পারবো না।

Check Also

সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন  

সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।