ক্রাইমর্বাতা রিপোট:সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের খেলায় নেপালের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ দল।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ নারী ফুটবল দল।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫১ মিনিটের খেলা শেষে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় খেলাটি শুরু হয়।
আগের ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে আজ নেপালকে পরাজিত করতে হবে।
পাকিস্তানের বিপক্ষে জিতে বি-গ্রুপ থেকে বাংলাদেশ ও নেপাল দু’দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজকের ম্যাচটি তাই শুধুই গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াই। যে দল জিতবে, তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে যাবে।
এর আগে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপেও নেপালকে এই ভুটানের মাটিতে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই দলের অনেক খেলোয়াড়ই রয়েছেন অনূর্ধ্ব-১৮ দলে।
বাংলাদেশ যদি আজ নেপালকে হারাতে পারে তাহলে সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ভুটানকে পাওয়ার কথা। যদি তাই হয় তাহলে সাফের আরেকটি ফাইনালে যে খেলতে যাচ্ছে বাংলাদেশ, সে কথা আগেভাগে বলে দিলে মোটেও অত্যুক্তি হবে না!