মোঃ রিয়াজুল ইসলাম:নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে অবৈধ ঔষধ ও যৌন উত্তেজক জব্দ করেছে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল। এসময় সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে দুইজনকে আটক করা হয়। জানা যায়, র্যাব-৫ এর সিপিসি-২ এর এএসপি কোম্পানী কমান্ডার আজমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, নাটোর ও ড্রাস সুপার মাখনুন তাবাসছুম এর যৌথ নেতৃত্বে বুধবার সকালে সিংড়া পৌর এলাকায় বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ঔষধ ও নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করে। সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে উপজেলার বিনগ্রামের মহশিন আলী (৪৫), আলমগীন হোসেন (২৬) হাতেনাতে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমান আদালত গ্রেফতারকৃত আসামীদ¦য়কে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের নির্দেশে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। পরে জব্দকৃত যৌন উত্তেজক সিরাপ-১৬২৩০ (ষোল হাজার দুইশত ত্রিশ) বোতল, (খ) যৌন উত্তেজক সিরাপ ০১ (এক) ড্রাম, (গ) ভেজাল চকলেট ৭০০০ (সাত হাজার) পিস সিংড়া পৌরসভার সামনে এনে ভ্রাম্যমান আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …