নৌকায় ভোট চেয়ে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু’র নির্বাচনী শোডাউন

ক্রাইমর্বাতা রিপোট:নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু’র নির্বাচনী বিশাল মটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল থেকে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে আসাদুজ্জামান বাবু’র সমর্থক ও শুভাকাঙ্খীরা মটরসাইকেলের বহর নিয়ে একত্রিত হতে থাকেন। ফলে কলেজ মাঠটি কানায় কানায় পূর্ণ হতে থাকে। সকাল ১০টায় আসাদুজ্জামান বাবু’র নেতৃত্বে বিশাল মটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে শেষ হয়। শোভাযাত্রায় সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সরদার, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রানা, পৌর কৃষকলীগের সভাপতি শামছুজ্জামান জুয়েল, যুগ্ম আহবায়ক শাহ মোঃ আনারুল, কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, শেখ জাহাঙ্গীর হোসেন কালুসহ জেলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। শোভাযাত্রায় প্রায় ২ হাজার মটরসাইকেলে নৌকার পক্ষে বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন ও লিফলেট শোভা বর্ধন করে।
শোভাযাত্রার পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে আসাদুজ্জামান বাবু বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা নির্বাচনী প্রচারনা শুরু করেছি। নমিনেশন কে পাবে এটা বড় কথা নয়। নৌকার সমর্থনে জনমত সৃষ্টিই আসল কথা। নৌকার বিজয় মানে আমাদের বিজয়। নৌকা থাকলেই দেশে চলমান উন্নয়ন অব্যাহত থাকবে। আগামী নির্বাচনে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনার আহ্বান জানান।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।