ফয়সাল মাহমুদ , যশোর: এনডিএফ বিডি খুলনা জোন এর আয়োজনে এবং যশোর জেলা শাখার সহযোগিতায় বেনাপোল এর আকিজ কলেজিয়েট স্কুলে একদিনের বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এনডিএফ বিডি যশোর জেলা সমন্বয়ক ফয়সাল মাহমুদ ।
এর আগে ভোর ৬টায় এনডিএফ বিডি খুলনার ১১ জন সদস্যের টিম বেনাপোলের উদ্দেশ্যে খুলনা হতে যাত্রা শুরু করে। কর্মশালাটি অনুষ্ঠিত হয় আকিজ কলেজিয়েট স্কুলের অডিটোয়ারিয়ামে। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয় উক্ত বিতর্ক কর্মশালায়।উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সংসদীয় ধারার প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়। তাসনিয়া কবির দ্যুতি, শান্তা মন্ডল, তাসনিম দিবা চৌধুরী, আসিফ আদনান অমি, কাজী সাইদ ইকবাল চয়ন এবং মাহমুদুল হৃদয় প্রদর্শনী বিতর্কে অংশ নেন। স্পিকারের দায়িত্বে ছিলেন জনাব তাকদীরুল গণী।
উপস্থিত বিতর্কে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়।এছাড়া উক্ত প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এনডিএফ বিডি খুলনা জোন এর পক্ষ থেকে । উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ অন্য শিক্ষকদের হাতে উপহার তুলে দেন এনডিএফ বিডি পরিবার। সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপি এ কর্মশালাটি।