ইরাকের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাহরাম সালিহ

আল জাজিরা : বর্ষীয়ান কুর্দি রাজনীতিবিদ বাহরাম সালিহকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করেছেন ইরাকের আইনপ্রণেতারা। গত মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে কুর্দি নেতা সালিহ ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী এবং ইরাকের কেন্দ্রীয় সরকারের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিলম্বিত হওয়া ভোটে প্রতিদ্বন্দ্বি ফুয়াদ হুসেইনকে ২১৯-২২ ভোটে পরাজিত করেন তিনি। শিয়া আইনপ্রণেতা হামিদ আল মাওসায়ি জানিয়েছেন, ইরাকের প্রধান দুই কুর্দি দল কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টি ও প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানের আইন প্রণেতারা একক প্রার্থীর বিষয়ে সম্মত হতে না পারার কারণে মঙ্গলবার ভোট গ্রহণ বিলম্বিত হয়। মনোনীত ২০ জন প্রার্থীর মধ্যে থেকে একজনকে বেছে নিতে গিয়ে মতবিরোধ দেখা দেয়। নতুন নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট ইরাকের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ জোটের এক নেতাকে প্রধানমন্ত্রী মনোনীত করতে ১৫ দিন সময় পাবেন। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর কার্যকর করা অনানুষ্ঠানিক চুক্তি অনুযায়ী ইরাকের প্রেসিডেন্ট পদটি অনেকটা আনুষ্ঠানিক। ওই চুক্তি অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট হবেন একজন কুর্দি, প্রধানমন্ত্রী হবেন একজন শিয়া এবং পার্লামেন্টের স্পিকার হবেন একজন সুন্নি।

১৫ দিন সময় পাওয়ার কথা থাকলেও নির্বাচিত হওয়ার দুই ঘণ্টার মধ্যেই শিয়া নেতা আদেল আবদুল মাহদিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন বাহরাম সালিহ। ইরাকের দুই জন আইনপ্রণেতা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আবদুল মাহদিকে নতুন সরকার গঠনের কাজ শুরু করতে বলেছেন নতুন প্রেসিডেন্ট। ইরাকের সংবিধান অনুযায়ী, নতুন সরকার গঠন করে পার্লামেন্টের অনুমোদন নিতে ৩০ দিন সময় পাবেন আদেল আবদুল মাহদি।

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।