নাটোর প্রতিনিধি
নাটোরে তিনদিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন উপলক্ষ্যে মাদরাসা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে একটি র্যালী বের করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম। এছাড়াও র্যালীতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যাান অ্যাডভোকেট মোঃ সাজেদুর রহমান খান ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। র্যালীটি শহরের প্রধান সড়ক দিয়ে নাটোরের কানাইখালী মাঠে উন্নয়ন মেলা চত্বরে শেষ হয়। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে দেশের অন্যান্য জেলা ও উপজেলার সাথে নাটোরের এই মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসন আয়োজিত তিন দিনের এই উন্নয়ন মেলায় নাটোর জেলায় কর্মরত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একশ’ ৩৫টি স্টল দেয়া হয়েছে। এসব স্টলে বর্তমান সরকারের সময়ে বিভিন্নভাবে নিজ নিজ বিভাগের অর্জিত উন্নয়ন তুলে ধরা হয়েছে। মেলা চত্বরে প্রতিদিন বিকেলে থেকে রাত পর্যন্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার এই উন্নয়ন মেলা শেষ হবে।
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …