ক্রাইমর্বাতা রিপোট: সিএন্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এইচএম আরাফাত সভাপতি ও মো. মোস্তাফিজুর রহমান (নাসিম) নির্বাচিত হয়েছেন। ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ২০ অক্টোবর। ১ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়। এর শেষ সময় ছিল ৩ অক্টোবর। এ পর্যন্ত ৯টি পদে ৯ জন প্রার্থীর পক্ষে অজ্ঞাত ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরবর্তীতে দফারফা শেষে ৯জনকে ঐ মনোনয়নপত্র সরবরাহ করা হয়। আর কোন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় তারা নির্বাচিত হন। নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় এইচএম আরাফাত সভাপতি, রামকৃষ্ণ চক্রবর্তী সহ-সভাপতি, মো. মোস্তাফিজুর রহমান নাসিম সাধারণ সম্পাদক, মো. মিজানুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, দিপংকর ঘোষ সাংগঠনিক, বন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, জিএম আমির হামজা কাস্টম্স ও দপ্তর বিষয়ক সম্পাদক, এএসএম মাকছুদ খান অর্থ সম্পাদক, আশরাফুজ্জামান আশু ও বিলকিস সুলতানা সাথী সদস্য পদে বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. আব্দুল গফুর সরদার।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …