সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আগামী ২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় যুক্তফ্রন্ট

ক্রাইমবাতা রিপোটঃ     সংসদে ভেঙে দিয়ে সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আগামী ২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।

এ জন্য বৃহস্পতিবার তারা গণপূর্ত মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বরাবর আবেদনও করেছে।

আবেদনপত্র নিয়ে যান যুক্তফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান ও ইকবাল কবির।

বিষয়টি নিশ্চিত করে আতিকুর রহমান  বলেন, ‘আমরা আশা করছি জনসভার অনুমতি পাব।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এর আগে ময়মনসিংহে জনসভার অনুমতি চেয়েও পাইনি। শুক্রবার সিলেটে জনসভা করার অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত অনুমতি মেলেনি’।

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।