ক্রাইমর্বাতা রিপোট: মাদরাসা ও কাারগরি শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদ বলেন, শিক্ষকদের সব দাবি সরকার মেনে নিয়েছে। যে দাবি তারা করছেন সে বিষয়ে সরকার ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। ছাত্র-ছাত্রীদের শিক্ষা দানে শিক্ষকদের আরো মনোযোগী হতে হবে। মঙ্গলবার বিকালে বাকাল দারুল হাদিস আহমাদিয়া সালাফিয়াহ মাদরাসা অডিটোরিয়ামে জেলার মাদরাসা শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এসএম আবদুল্লাহ-আল মামুন, এএএম উজায়েরুল ইসলাম জমিয়াতুল আলতাফ হোসেন, আব্দুর রউফ, জালাল উদ্দীন প্রমুখ।
আজ থেকে সাতক্ষীরা স্টেইডয়াম মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিন ব্যাপি ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। উদ্ধোধন করবেন মাদরাসা ও কাারগরি শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদ