ক্রাইমবার্তা রির্পোটঃ : সাতক্ষীরা পৌরসভা ও ব্যাংকের যৌথ উদ্যোগে বিশ্ব বসতি দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ‘পৌর এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা’’ এই শ্লোগানে ব্যাংকের আরবান ডেভুলাপমেন্ট কর্মসূচীর সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়েছে। ইউএন হ্যাবিটেট কর্তৃক ঘোষিত বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় ব্যাংকের আরবান ডেভুলাপমেন্ট কর্মসূচীর খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী আবু মোজাফ্ফর মাহমুদের সভাতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, কাজী ফিরোজ হাসান, পৌর সচিব, নির্বাহী প্রকৌশলী পৌরসভার কর্মকর্তার কর্মচারীবৃন্দ। এরআগে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে পৌর সভায় এসে শেষ। পরে বস্তিতে বসবাসকারী অসহায়দের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …