ইমরান খান: কেশাবপুরে এক গৃহবধুর ঝুলান্ত লাশ উদ্ধার করা হয়েছে। অাজ সকালে কেশবপুরের থানা পুলিশ তাসলিমা বেগম (৩৫) নামে ঐ গৃহ বধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে। এলাকিবাসী ও পুলিশ জানায় পৌরসভার অালতাপোল গ্রামে কামরুল বিশ্বাসের স্ত্রী তাসলিমা বেগম। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা। তাসলামা বাড়ির সিলিং ফ্যানে নিজে ঝুলে অাত্নহত্যা করলো নাকি কেউ তাকে হত্যা করে ফ্যানে ঝুলিয়ে দিল তা নিয়ে এলাকায় গুনজন রয়েছে। থানা পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করেছে। তাসলিমার পরিবারের দাবী তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে
Check Also
২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ
ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …