গ্রুপ চ্যাম্পিয়ন হতেই আজ মাঠে

স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলে গ্রুপ পর্বে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফিলিপাইনের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। দু’দলই লাওসকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে। তাই ম্যাচটি মূলত সেমিফাইনালে প্রতিপক্ষ বাছাইয়ের এমনটাই বলা যায়।  দুই দলের লড়াইটা আসলে গ্রুপসেরা হওয়ার। বাংলাদেশ সে লড়াইয়ে জিততে চায়। বাংলাদেশ কোচ জেমি ডে’র চোখ যেমন জয়ে, তেমনি তার রিজার্ভ বেঞ্চেও। এ ম্যাচে তিনি বিশ্রাম দেবেন কয়েকজনকে। যাদের খেলার সুযোগ হয়নি তাদের ঝালিয়ে নেবেন। গতকাল বৃহস্পতিবার সিলেট বিকেএসপিতে অনুশীলন শেষে কোচ বলেছেন, ‘কিছু পরিবর্তন এনেই একাদশ সাজাবো ফিলিপাইনের বিরুদ্ধে।’ ফিলিপাইনের আক্রমণভাগে বেশ শক্তিশালী। লাওসের বিপক্ষে তার প্রমাণ দিয়েছে তিনটি গোল আদায় করে। বাংলাদেশের কোচ তাই ডিফেন্স নিয়েই বেশি গবেষণা করবেন। এ ম্যাচে তপু বর্মন ও টুটুল হোসেন বাদশাকে রেখে বিশ্রাম দিতে পারেন ওয়ালি ফয়সাল ও বিশ্বনাথ ঘোষকে। তাই অনুশীলনে এ দুইজনের পরিবর্তে রহমত মিয়া আর সুশান্ত ত্রিপুরাকে পরখ করছিলেন কোচ।

ফিলিপাইন সম্পর্কে কোচ জেমি ডে বলেছেন, ‘খুব ভালো দল। লাওসের বিরুদ্ধে তারা দেখিয়েছে সেটা। কয়েকজন ভালো খেলোয়াড় আছে। ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না। অন্য গ্রুপ থেকে যে দুই দলই উঠুক, সেমিফাইনালে আমাদের শক্তিশালী দলের মোকাবিলাই করতে হবে। তাই সেমির আগে ফিলিপাইনের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই। তা হলে একটা ভালো অর্জনই হবে ছেলেদের।’শেষ গ্রুপ ম্যাচের একাদশ প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেছেন, ‘কয়েকজন খেলোয়াড় পরিবর্তন করে একাদশ সাজাবো। যারা এখনো খেলেনি তাদের সুযোগ দিতে চাই। যারা একটু ক্লান্ত আছে তাদের বিশ্রামও প্রয়োজন। আমার যে ২৩ ফুটবলার আছে সবাই একাদশে খেলার মতো অবস্থায় আছে।’এ ম্যাচেও সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারি ভরে যাবে দর্শকে। বাংলাদেশ কোচ দর্শকদের মনে করছেন তার শিষ্যদের অনুপ্রেরণা হিসেবে, ‘দর্শক কখনো চাপ নয়, তারা সব সময় অনুপ্রেরণা। আমি কোচের দায়িত্ব নেয়ার পর থেকে দেখে আসছি দর্শকদের আচরণ দুর্দান্ত। জয় বা পরাজয় সব সময়ই তারা দলের সঙ্গে আছে।’বাংলাদেশ দলের অধিনায়ক ‘এ’ গ্রুপের শক্তিশালী দল হিসেবে দেখছেন ফিলিস্তিনকে। পশ্চিম এশিয়ার এ দলটিকেই তিনি ধরছেন অন্য গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে। তাই নিজেরা গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে ফিলিস্তিনকে এড়াতে চান জামাল ভুঁইয়া।বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরও কেন এ ম্যাচটিকে এত গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক তার ব্যাখ্যাও দিয়েছেন, ‘একজন ফুটবলারের কোনো ম্যাচকেই হালকা করে দেখা উচিত নয়। কারণ, প্রতিটি ম্যাচই পরীক্ষা। আমার বিশ্বাস দলে পরিবর্তন হলেও কোচ যাদের নেবেন তাদের ক্ষমতা আছে ফিলিপাইনকে হারানোর। আমরা পারবো।’

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।