চাম্পাফুলের কুমারখালী কাঠের ব্রিজের বেহাল দশা

ক্রাইমবার্তা রিপোট   :চাম্পাফুল: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের কুমারখালী কাঠের ব্রিজটির বিভিন্ন স্থানে ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে চলাচলে ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের কুমারখালী ও উজিরপুর সংলগ্ন হাওড়া নদীর শাখার উপর নির্মিত এই কাঠের ব্রিজটি তৈরি হয়েছে প্রায় ১৫ বছর আগে। এই দুই এলাকার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এটি। কিন্তু দীর্ঘ ১৫ বছর পার হলেও ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এতে ব্রিজের বিভিন্ন স্থানে কাঠ নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে পথচারী ও শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ভারী ও হালকা যানবাহন।
মহিদুল নামে একজন পথচারী সুপ্রভাত সাতক্ষীরা প্রতিনিধিকে বলেন, এই জেলার মধ্যে আমাদের এলাকা খুবই অবহেলিত। আমাদের যোগাযোগের এই ব্রিজটি নষ্ট হয়েছে দীর্ঘদিন হলো। অনেক জায়গায় সংস্কারের ব্যাপারে কথা বলেও কোন ফল পাইনি।
উজিরপুর গ্রামের রবীন্দ্র ম-ল বলেন, ব্রিজটি ভেঙে পড়ায় চলাচলে চরম দুর্ভোগে পড়ছে মানুষ। এটা দ্রুত সংস্কার করা দরকার।
কুমারখালী ও থালনা এলাকার ইউপি সদস্য ঠাকুর দাশ সরকার বলেন, ব্রিজটির দুর্দশা সম্পর্কে জানি। ইতোমধ্যে কয়েক জায়গায় কথাও বলেছি। যত তাড়াতাড়ি পারি সংস্কার করার চেষ্টা করবো।

Check Also

নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুরপাড় থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশুসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।