তালা (সদর) প্রতিনিধি: ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় তালা উপজেলা পরিষদ চত্তরে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দিনের শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা তালা উপ-শহর প্রদক্ষিণ করে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের জেলা-উপজেলা পর্যায়ে এই মেলার উদ্বোধন করেন। মেলায় ২১০০ সাল মেয়াদী ডেল্টা প্ল্যান আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। এরপর তালা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তালার কৃতি সন্তান ও বর্তমান সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা ও পাটকেলঘাটা সার্কেল) মো. অপু সরোয়ার, তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ সেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জব্বার, সাস পরিচালক শেখ ইমান আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী প্রমুখ। পরে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম ও সরকারের নানামুখী উন্নয়নের চিত্র তুলে ধরতে অংশ নিয়েছে ৬৫টি স্টল।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …