মুন্সিগঞ্জে নৌকার পক্ষে এমপি জগলুল হায়দারের বিশাল জনসভা

ক্রাইমবার্তা রিপোট , মুন্সিগঞ্জ: শ্যামনগরের মুন্সিগঞ্জে সাতক্ষীরা-৪ আসনের সংসদ এসএম জগলুল হায়দারের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবার) বিকাল ৪টায় মুন্সীগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে এই জনসভার আয়োজন করে মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ।
শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এস.এম জগলুল হায়দার এমপি। অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। সরকারের উন্নয়নমূলক কর্মকা-ের চিত্র তুলে ধরে জনগণকে আবারও নৌকায় ভোট দেয়ার জন্য আহবান করছি। এতে সর্বস্তরের লোকজনের মাঝে ব্যাপক সাড়া মিলছে।
এ সময় তিনি একাদশ জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য সকলকে শপথ বাক্য পাঠ করান ও উপস্থিত মানুষের মাঝে উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অসীম কুমার জোয়ারদার, সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু, চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী, চেয়ারম্যান অ্যাডভোকেট আতাউর রহমান, চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, চেয়ারম্যান আশরাফুল আলম খোকন, চেয়ারম্যান আবু সালেহ বাবু, শ্রমিকনেতা কামরুল হায়দার নান্টু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.এম আকবর কবির, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সাংবাদিক মারুফ বিল্লাহ রুবেল, সুন্দরবন সাংবাদিক ক্লাবের সভাপতি মো. আইয়ুব আলী, সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের জেলা সেক্রটারি এস.এম সাহেব আলী, আ’লীগ নেতা দুলাল ঘোষ, কাজি সজল, আনসার আলী, আব্দুল মাজেদ মোড়ল, সাধু রঞ্জন মন্ডল, বজলুর রহমান, হায়াত আলী, পবিত্র মন্ডল, দূর্গা পদ মন্ডল, সোহেল রানা বাবু, আবুল হোসেন, নূর ইসলাম, পরেশ মন্ডল, সুরুজ আলী, বাচ্চু পাল, আফসার আলি, রুহুল আমিন, নাজমুস শাহাদাত রাজা, কামরুল ইসলাম, মনোহর হোসেন, জাহাঙ্গীর আলম, উৎপল কুমার জোয়রদার, মাওলানা ইসমাইল হোসেন, মঞ্জুর ইলাহি, গাজী কামরুলাম, জি এম রেজাউল করিম, আব্দুল হক মোড়ল, শমসের আলী, জাহাঙ্গীর আলম লাভলু, সজল মুখার্জি, মোস্তফা কবিরুজ্জামান, নুরুল হক, গোবিন্দলাল মন্ডল, উপজেলা যুবলীগের সেক্রেটারি মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ. মজিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক লায়েস, সেক্রটারি আবদুল হাকিম সবুজসহ ২০টি ইউনিয়ন আওয়ামী লীগ এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভা পরিচালনা করেন মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও প্রভাষক অলিউর রহমান।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।