মোহাম্মদ হোসেন সাতক্ষীরাঃ
২০২১ সালোর মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্য ও বিশেষ উদ্যোগসমূহ জনগনের মধ্যে ব্যপক প্রচারের জন্য
সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত জেলা স্টেডিয়াম মাঠে তিন দিন ব্যাপী উদযাপিত উন্নয়ন মেলায় স্টল দিয়ে অংশ গ্রহণ করেন৷ বাংলাদেশ প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের আওতাধীন পরিচালিত, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেনটার(টিটিসি) ৷ তারা তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন৷অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাব্বিরুজ্জামান বলেন(টিটিসি)তে ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল,কম্পিউটার, গার্মেন্টস,ওয়েলডিং,কার ড্রাইভিং,(ছয় মাস) কোর্স করানো,সহ বিদেশগামী লোকদেরকে তিন দিনের ট্রেইনিং করানো হয়
মেলার অন্যান্য স্টলের তুলনায় তাদের স্টলের সামনে দর্শনার্থীদের ভীর ছিলো চোখে পরার মতো৷এই আকর্শনের কথা যানতে চাইলে উপস্থিত থাকা সাতক্ষীরা(টিটিসি)এর ইলেকট্রিক্যাল,ট্রেডের স্যার,শহিদুল ইসলাম বলেন আমাদের পরিশ্রম কর্ম ও দক্ষতার পতিফলন এই’’’ তা হলো সাতক্ষীরা (টিটিসি) এর ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল,ছাত্র ছাত্রীদের তৈরী দুইটি প্রোজেক্ট৷(ইলেকট্রিক্যালের)ছাত্র ছাত্রীরা তৈরী করেন, বৈদ্যুতিক মটোর,ফ্যান রিওয়ারিং এবং অটোমেটিক বৈদ্যুতিক মটর অন অফ হয়ে যাওয়া,, এটা মুলত মটর দিয়ে বাসা বাড়ীর পানির ট্যাংকি তে পানি তোলার সময় যখন ভর্তি হয়ে যায় তখন যাতে অটোমেটিক সুইচ অফ হয়ে যায় এই এজন্যই ডিভাইস ব্যাবহার করা যাবে (ইলেকট্রনিকের) ছাত্র ছাত্রী তৈরী করেন,, ভেহিকেল ইন্ডিকেটর সিস্টেম,, এটা মুলত যানবাহন বা রাস্তায় চলাচল রত গাড়ী দূরঘটনা রোধক হিসাবে ব্যাবহার করা যাবে
মেলায় আগত,সরকারি কলেজের ইয়াসিন তাহমীদ সহ অনেক দর্শকরা বলেন সাতক্ষীরা (টিটিসি) এর উন্যায়ন মুলক কমর্কান্ড দেখে অামারা অনেক আগ্রহী (টিটিসির)ট্রেইনিং নেয়ার জন্য, এবং তারা সরকারকে ধন্যবাদ দিয়েছেন এই জন্য যে৷ তিনি দক্ষ কারিগর গড়ার জন্য সাতক্ষীরা (টিটিসি) এর মতো একটি প্রতিষ্ঠান সাতক্ষীরায় স্থাপন করিছেন