ক্রাইমবার্তা রিপোট:চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার দৌলতপুরে অবস্থিত বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী দীর্ঘদিন যাবত সম্পৃক্ত থাকা ইসলামী ঐক্যজোটের সিনিয়র নায়েবে আমীরের পদ থেকে পদত্যাগ করেছেন। গত বুধবার রাত ১১টার দিকে চট্টগ্রামের বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি তার পদত্যাগের কথা জানান। বিবৃতিতে আওয়ামী লীগের এজেন্টদের সাথে তিনি নেই বলে উল্লেখ করেন।
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী মেয়ের জামাই ও হেফাজত ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মুফতি মীর মো. ইদ্রিস এই বিবৃতি প্রেরণ করেন।
বিবৃতিতে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মনিরপেক্ষবাদের বিরোধী মুফতী আমিনীর জোটে আমি শরিক ছিলাম। মুফতি আমিনির আদর্শকে ভালোবেসে আমি তার দলকে ভালবেসেছি। কিন্তু বর্তমানে ইসলামী ঐক্যজোটের নামে ধর্মের গোড়া কেটে আগায় পানি দেয়া আওয়ামী দলের এজেন্টদের সাথে আমি নেই। তাই দলটির সিনিয়র নায়েবে আমীরের পদ হতে পদত্যাগ করলাম আমি।
তিনি আরো বলেন, আমার পিতা আল্লামা হারুন বাবুনগরী (রহ.) চিরকাল আওয়ামী ধর্মবিদ্বেষীদের বিপক্ষে কাজ করে গেছেন। আমি শেষ বয়সে মোটা অংকের লোভে ঐতিহাসিক এই আদর্শ বিনষ্ট করতে দিতে পারব না!
তিনি বলেন, মুফতি মাহমুদ হাসান, মুফতি মীর হুসাইনসহ বিভিন্ন উলামায়ে কেরামের পরামর্শক্রমে আমি পদত্যাগের এই সিদ্ধান্ত গ্রহণ করি। এ প্রেক্ষিতে বুধবার সাংবাদিক সম্মেলন করতে চাইলেও সঙ্গত কারণে পরে নায়েবে মুহতামিম ও শিক্ষাপরিচালকের পরামর্শক্রমে সাংবাদিক সম্মেলন থেকে বিরত থাকি।