কালিগঞ্জে চেয়ারম্যান ও সদস্যগনের অংশগ্রহণে তিন দিনব্যাপী অবহিতকরণ কোর্সের সমাপ্ত

হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।

কালিগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগনের অংশগ্রহণে তিনদিন ব্যাপী ইউনিয়ন পরিষদ প্রশাসন বিষয়ে অবহিতকরণ কোর্সের সমাপ্ত হয়েছে। স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন আই এল জি) ঢাকার আয়োজনে এবং কালিগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই তিন দিনব্যাপী অবহিত করণ কোর্স ছিল। শুক্রবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় কর্মশালার সমাপনী দিনে উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন গাজীর সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, রতনপুর চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন প্রমুখ।

Check Also

সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।