ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: ”টেকসই উন্নয়ন,স্বাস্থ্যসম্মত স্যানিটেশন” ও ”হাত ধোব নিয়মিত, থাকব সবাই স্বাস্থ্যসম্মত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস উদযাপিত হয়েছে।
শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুল যেয়ে শেষ হয়।
র্যালীতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো: ইফতেখার হোসেন, এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, উপজেলা নির্বাহী অফিসর তহমিনা খাতুন ও রাজা মিয়া প্রমুখ। পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুলে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ স্যানিটেশন কর্মসুচি সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিরলস ভাবে কাজ করে যেতে হবে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …