মেয়েদের আরো একটি শিরোপা জয়ের হাতছানি

ক্রাইমবার্তা রিপোটঃ:নারী ফুটবলের ফাইনাল মানেই ভারত-বাংলাদেশ। চার বছর ধরে চলে আসা এই রীতিতে এবার ব্যত্যয় ঘটিয়েছে নেপাল। ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে তারা। আগামীকাল ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ফাইনালে নেপালের প্রতিপক্ষ বাংলাদেশ। গ্রুপপর্বে এই বাংলাদেশের কাছে ২-১ গোলে হেরেছিল নেপাল। ওই ম্যাচে ইনজুরি আক্রান্ত হয়ে সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা সিরাত জাহান স্বপ্না। স্বপ্নাকে ছাড়াই ভুটানকে ৪ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।
গ্রুপপর্বে পাকিস্তানকে উড়িয়ে দেয়া ম্যাচে সাত গোল স্বপ্নার।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।