একদলীয় শাসন কায়েমের সব আয়োজন সম্পন্ন করেছে সরকার: ফখরুল

ক্রাইমবার্তা রিপোটঃ    ঢাকা: সরকার দেশে একদলীয় শাসন কায়েমের সব আয়োজন সম্পন্ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ডিজিটাল নিরাপত্তা আইন শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
ফখরুল বলেন, সরকার মুক্তিযুদ্ধের স্বপ্নকে ধূলিসাৎ করেছে। গণমানুষের স্বপ্ন, বাকস্বাধীনতাকে হত্যা করা হয়েছে। আমরা উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে উপলব্ধি করছি- দেশের মানুষের সকল স্বপ্নগুলোকে ভেঙ্গে দেয়া হয়েছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল বহুমাত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। কিন্তু আজ এগুলো পুরোপুরি ধবংস করে একটি দলের শাসন প্রতিষ্ঠার জন্য সকল আয়োজন সম্পন্ন।
মতবিনিময় সভায় বিভিন্ন দেশের কূটনীতিকরাও উপস্থিত আছেন।

Check Also

দেবহাটায় কুলিয়া ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন ও কর্মী সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।