খুব দ্রুত দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে : এমপি আফিল

ক্রাইমবার্তা রিপোটঃ নাভারণ (যশোর) প্রতিনিধি :সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, একটি শিক্ষিত জাতি মানে একটি উন্নত রাষ্ট্র। কারণ শিক্ষিত জাতি কখনো পিছিয়ে পড়ে থাকে না। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশের সকল কোমলমতি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সবচেয়ে বেশি পরিশ্রম করছেন। সাথে শিক্ষা খাতকে উন্নত করতে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষাভবন নির্মাণসহ দেশকে এগিয়ে নিতে যুগান্তকরী পদক্ষেপের মাধ্যমে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলের যাত্রী হিসেবে পরিচিত লাভ করিয়েছেন। খুব শিগগির বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। রোববার সকাল ৯টায় নাভারণ বারিপোতা আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও ফজিলাতুন্নেছা মহিলা কলেজের নবনির্মিত আইসিটি ভবনের উদ্বোধন শেষে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাভারণ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লাইলি বানুর সভাপতিত্বে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ

খুব দ্রুত দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে : এমপি আফিল

 সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান, যুগ্ম সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিন, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, আলেয়া ফেরদৌস, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন, উপজেলা বাস্তুহারালীগের সভাপতি আবুল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার।
এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সূধী সমাজ, কলেজের সকল অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।