ক্রাইমবার্তা রিপোটঃ:খুলনা : খুলনার ডুমরিয়া থানায় দায়েরকৃত গায়েবি মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। গতকাল রোববার হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল হাফিজ ও কাশেফা হোসাইন এর দৈত বেঞ্চ তাকে গ্রেফতার বা হয়রানি না করার জন্য পুলিশ প্রশাসনকে এ নির্দেশ দেন।
গত ২০ সেপ্টেম্বর ডুমুরিয়া থানায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ বিএনপি-জামায়াতের ৬১ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি লুৎফর রহমান বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় উচ্চ আদালতে হাজির হয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জামিনের আবেদন করেন। হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল হাফিজ ও কাশেফা হোসাইন এর দৈত বেঞ্চ তাকে গ্রেফতার বা হয়রানি না করার জন্য পুলিশ প্রশাসনকে এ নির্দেশ দেন।
